ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কলাচাষে লাখপতি আব্দুল খালেক

ছবি ও লেখা: জি এম মুজিবুর, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
কলাচাষে লাখপতি আব্দুল খালেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ থেকে ফিরে: মানিকগঞ্জের বাথুলিয়া গ্রামের আব্দুল খালেক এক সময় ঝাঁপিতে করে কলা বিক্রি করতেন রাস্তায় রাস্তায়। এখন থাকেন পাকা বাড়িতে।

নিজের দোকানে কর্মচারী খাটান। রয়েছে আরও সম্পত্তি। কলা বিক্রি থেকে কলা চাষ ভাগ্য ফিরিয়েছে তার।

সংসারে ছিলো দুই ছেলে এক মেয়ে। অভাব অনটন লেগেই থাকতো। দু’বছর আগে আব্দুল খালেক বাথুলিয়া ইউনিয়নের ৮০ শতাশং জমি লিজ নিয়ে কলার বাগান করেন।

তার সেই কলার বাগান থেকে এখন এরকম আরো ৪টি বাগান করেছেন এলাকায়। কলা চাষের মাধ্যমে আব্দুল খালেকের অভাব অনটন দূর হয়েছে, সংসারে ফিরেছে স্বস্তি।
 
গত ১৫ সেপ্টেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাথুলিয়া এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে কথা হয় তার তার সহকর্মী শাহ আলমের সঙ্গে।

তিনি জানান, আব্দুল খালেক ৫/৬ বছর আগে খুবই অভাবী ছিলেন। ছেলে-মেয়েদের ঠিকমতো খাবার দিতে পারতেন না। এখন আর সেই কষ্ট নেই।

কলার চাষ করে বাথুলিয়া বাজারে ৫টি দোকান করেছেন। ২০ লাখ টাকা খরচ করে পাকা বাড়ি করেছেন। এছাড়া আরো অনেক সম্পদও রয়েছে তার।
 
আব্দুল খালেকের পুত্র আলহাজ ঢাকায় পলিটেকনিক কলেজে পড়া লেখা করেন।   

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।