ঢাকা: রাজধানীর মহাখালীতে ডাব পান করে অসুস্থ আব্দুস সেলিম (৪০) নামে এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
আব্দুস সেলিমের বাড়ি গাজীপুরে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের আত্মীয় রানা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সেলিম ও তিনি একটি কাজে মহাখালী আসেন। এ সময় সেলিম রাস্তার পাশে ভ্রাম্যমাণ এক বিক্রেতার কাছ থেকে ডাব কিনে পান করেন। বাসে ওঠার পরই সেলিম অচেতন হয়ে পড়েন। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
এজেডএস/আরএম