গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে মেহেদী মোল্লা (১৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলার পিঙ্গুলীয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মেহেদী মোল্লা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা সকালে তাকে খোঁজার জন্য বের হয়ে সকাল ৮টার দিকে বাড়ির পাশে একটি ধান ক্ষেতের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ