রংপুর: দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোসে কোনিওর মরদেহ কি করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এরআগে রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু জানিয়েছিলেন, শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা হোসে কোনিওকে নগরীর কেরামতিয়া মসজিদে নামাজে জানাজা শেষে মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এডিসি মুসতাইম বিল্লাহ বাংলানিউজকে জানান, জাপানি নাগরিকের মরদেহ কি করা হবে এ বিষয়ে আমরা সরকারিভাবে কোনো নির্দেশনা পাইনি। এছাড়া জাপান দূতাবাস থেকেও কিছু বলা হয়নি।
মেয়রের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, মেয়র গত দু’দিন কি বলেছেন জানিনা, তবে তা তার নিজের কথা। সরকারিভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
এদিকে, হোসে কোনিওর মৃতদেহ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
গত ৩ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কোনিও।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসআর
** জাপানি নাগরিক হোসে কোনিওর দাফন দুপুরে
** জাপানি নাগরিক হোশি কোনিওর দাফন রংপুরে
** বিএনপি নেতাসহ ২ জনের ১০ দিনের রিমান্ড
** কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪
** জাপানি নাগরিক হত্যায় তদন্ত কমিটি গঠন
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় মামলা