ঢাকা: কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ)।
শুক্রবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের মহাসচিব আফাজ উদ্দিন লিটন বলেন, ২০ শতাংশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) চাকরির বয়সসীমা শেষ। চার হাজার মুক্তিযোদ্ধা সন্তানসহ হাজার হাজার সিএইচসিপিদের বয়সসীমা শেষের পথে। অথচ এখনো এসব সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ করা হয়নি।
এসময় দ্রুত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন জেলা কমিটির শতাধিক নেতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসইউজে/টিএইচ/এএ