ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মাজেদা বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পাশে ২টি চাকু পড়ে ছিল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার আনারপুর দহপাড়ায় ফাঁকা মাঠের একটি ধানক্ষেতের পাশে ড্রেনের ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়।
মাজেদা বিবি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত. মোজাম্মেল হক প্রামাণিকের স্ত্রী।
মাজেদা বিবির ছেলে ছোলায়মান আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তার মা। ভোরের দিকে বেড়া কেটে তার মাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সকালে তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন তারা। পরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ধানক্ষেতের পাশে ড্রেনের ভিতর অচেতন অবস্থায় তাকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
মাজেদা বিবির মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাজেদা বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসআর