বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া গুনহার ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি আবুল কালামকে (২৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুপচাঁচিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটকের পর আবুল কালামের স্বীকারোক্তিতে স্থানীয় তালুজ বাজারের একটি পরিত্যক্ত দোকান ঘরের মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি পিস্তল, এলজি ওয়ান শুটার, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে করা হয়েছে।
এ ঘটনায়িআটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি গাজিউর।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এমবিএইচ/এমএ