ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শনিবার জয়পুরহাটে সব যানবাহন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
শনিবার জয়পুরহাটে সব যানবাহন চলাচল বন্ধ

জয়পুরহাট: জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) জয়পুরহাটে সব ধরণের যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।



শুক্রবার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. হাফিজ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এ বিষয়ে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দায়িত্বরত চেইন মাস্টার  বাছেদ আলী জানান, সাধারণ সভা উপলক্ষে সব বাস চলাচল বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় বগুড়া ও নওগাঁ জেলার বেশ কয়েকটি বাস চলাচল করবে।

দুরপাল্লাগামী বাস মেধা এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মো. হাফিজ বলেন দুই বছর পর শ্রমিকদের অংশগ্রহণে সাধারণ সভা উপলক্ষে সব যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন জানান, শ্রমিকরা যদি গাড়ি না চালায় সেক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই। তবে যাত্রী দুর্ভোগ কিছুটা লাঘবে বগুড়া ও নওগাঁ জেলার বেশ কয়েকটি বাস চলাচল করবে।                 

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।