পিরোজপুর: নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকারের দায়ে মো. সালাম হাওলাদার (৩২) ও মো. জাকির হোসেন (৩৫) নামে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন এ জরিমানা করেন।
এরা হলেন-বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সালাম ও মান্নান হাওলাদারের ছেলে জাকির হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিষ বাছাড় বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর কুনিয়ারী এলাকায় অভিযান চালিয়ে সালাম ও জাকির নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ছয় কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএ