ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মালিবাগে বাসচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
মালিবাগে বাসচাপায় বৃদ্ধ নিহত

ঢাকা: রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে বাসচাপায় মতিউর রহমান (৬৫) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সাজমিন রহমান বাঁধন।



শনিবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে মালিবাগ রেলগেটের কাছে সুপার মার্কেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মতিউর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৮০১ নম্বর বাড়ির বাসিন্দা। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দিতে। খিলগাঁওয়ে বাঁধন ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে তার।   মতিউরের মেয়ে বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

তার আরেক মেয়ে তাসলিম রহমান বৃষ্টি বাংলানিউজকে বলেন, সকালে বাবা বাঁধনকে বিশ্ববিদ্যালয়গামী বাসে তুলে দিতে রিকশাযোগে মালিবাগে যাচ্ছিলেন। রিকশা মালিবাগ সুপার মার্কেটের সামনের সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়।

এ বিষয়ে রামপুরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া বাংলানিউজকে বলেন, বাসের চাপায় মতিউরের মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সামান্য আহত হয়েছেন তার মেয়ে।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন, যাত্রাবাড়ী-গাজীপুর রুটের তুরাগ অথবা সালসাবিল পরিবহনের বাস ওই ব্যক্তিকে ‍চাপা দিয়েছে। তবে, আমরা নিশ্চিত হতে চেষ্টা করছি।

মতিউরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫/আপডেট ০৯১৯ ঘণ্টা
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।