ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে পুলিশকে ফাঁকি দিয়ে পালালো হত্যা মামলার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ঢামেকে পুলিশকে ফাঁকি দিয়ে পালালো হত্যা মামলার আসামি ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক হত্যা মামলার আসামি তার প্রহরায় নিয়োজিত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেড থেকে পালিয়ে যায় তাজুদ খান (৩০) নামে ওই আসামি।



তাজুদ নেত্রকোনার আটপাড়া থানার লক্ষীপুর গ্রামের রফিক খানের ছেলে। ঢামেকে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের দুই সদস্য।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, তাজুদ আটপাড়া থানার হত্যা মামলার আসামি। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়েছিল। পুলিশি প্রহরায়ই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এখন তার সন্ধান চলছে বলে জানান পরিদর্শক মোজাম্মেল হক।

বাংলাদেশ সময: ০৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এজেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।