ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়ায় তালিকাভূক্ত মানবপাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
উখিয়ায় তালিকাভূক্ত মানবপাচারকারী গ্রেফতার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় তালিকাভূক্ত শীর্ষ মানবপাচারকারী রুস্তম আলী মাঝিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া জালিয়াপাড়া ইউনিয়নের ছনুয়াথানা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রুস্তম মাঝি কমপক্ষে ৪হাজার মানুষকে পাচার করেছে। যার মধ্যে শতাধিক নিখোঁজ রয়েছে। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।