চাঁদপুর: মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে আটক ২৬০ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও মৎস্য আইনে ৩৯ জেলেকে এক লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা মৎস্য বিভাগ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
চাঁপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বাংলানিউজকে জানান, কারাদণ্ড পাওয়া ২৬০ জেলের মধ্যে ৬ জনকে ২ বছর, ২৩৫ জনকে একবছর, ১২ জনকে ১মাস, ৫ জনকে ১৫দিন, একজনকে ৭দিন ও ১ একজনকে ৩দিন করে জেল দেওয়া হয়। কিশোর জেলে, বয়স্ক জেলেসহ বিভিন্ন অপরাধে ৩৯ জেলের কাছ থেকে ১ লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসব বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা ও নৌ-ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা করেছেন ২৮৯টি।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান বাংলানিউজকে জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য সরকার সব ধরনের মাছ নিধন নিষিদ্ধ করে। ৯ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে।
এ বছর রাজনৈতিক কিংবা স্থানীয় জেলে নেতাদের পক্ষ থেকে কোনো ধরনের তদবির না থাকায় অভিযান সফল হয়েছে বলে দাবি করেন তিনি।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, এ বছর অভিযানের শুরু থেকে প্রশাসন কঠোর অবস্থান নেয়। সে কারণে বিগত বছরের তুলনায় জেলে ও ব্যবসায়িরা অনেক সচেতন হয়েছে। এতে মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে চাঁদপুরের সব শ্রেণির মানুষের একান্ত সহযোগিতা ছিলো। আগামী মার্চ এপ্রিল জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে পারলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএইচ