মৌলভীবাজার: জেলা শহরে ৫০ পিস ইয়াবাসহ সাজিদ উল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে শহরের বর্ষিজোড়া এলাকায় তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাজিদ দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো ক-০৩-২০৬৬) নম্বরের একটি প্রাইভেটকার ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
সাজিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আটক সাজিদ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত বাতির উল্লাহর ছেলে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/টিআই