মেহেরপুর: জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের সীমান্তবর্তী জামতলার একটি মাঠ থেকে হাতবোমাটি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কাজীপুর গ্রামের সীমান্তবর্তী জামতলার মাঠে পরিত্যক্ত অবস্থায় নীল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পরে কাজীপুর-পিরতলা পুলিশ ক্যাম্পে খবর দেয়।
খবর পেয়ে পিরতলা পুলিশ ক্যাম্পের পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে হাতবোমাটি উদ্ধার করেন। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/টিআই