ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ইলিশ শিকারে পদ্মা-মেঘনায় জেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ইলিশ শিকারে পদ্মা-মেঘনায় জেলেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: পদ্মা-মেঘনায় মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য ১৫দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার থেকে নদীতে নেমেছে জেলেরা। তবে কিছু অসাধু জেলে গোপনে মা ইলিশ শিকার করলেও প্রকৃত জেলেরা আজ থেকে ইলিশ শিকারের গুল্টিজাল নিয়ে রওয়ানা দিয়েছে।



সেপ্টেম্বর মাসের ২৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার পর্যন্ত মা ইলিশ রক্ষায় যেকোন ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ ইত্যাদি নিষিদ্ধ করে সরকার।

সদর উপজেলার কাটাখালী এলাকার মৎস্য ব্যবসায়ী মনির হোসেন বাংলানিউজকে জানান, অন্যান্য বছর জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলেও এ বছর আইনের প্রতি সবাই ছিলো শ্রদ্ধাশীল।

জেলেদের সাময়িক সমস্যা হলেও এখন ইলিশ শিকারের মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারবেন তারা।

উপজেলার হরিণা ঘাটের আড়তদার বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, হরিণা ঘাটে প্রায় ২শ’ জেলে রয়েছেন। প্রশাসনের কঠোর অবস্থান থাকার কারণে এসব জেলেরা অনেক কষ্টের মধ্যেও তাদের পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করেন। আজ থেকে জেলেদের শুরু হবে ইলিশ শিকারের জন্য মেঘনায় বিচরণ।

নদীতে খরা স্রোতে থাকলে ইলিশ মিলবে বলে আশা করেন ওই ব্যবসায়ী।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বাংলানিউজকে জানান, চাঁদপুরের মেঘনা তীরবর্তী চারটি উপজেলায় ৩০ হাজারের অধিক জেলে রয়েছেন। মা ইলিশ রক্ষায় এসব জেলেদের মধ্যে অল্প সংখ্যক আইন অমান্য করে মা ইলিশ শিকার করে। তাদের মধ্যে অনেকেই আইনের আওতায় এসেছে।

তবে, এ বছর পাশের শরীয়তপুরের অনেক জেলে মা ইলিশ শিকারের নেমে পড়েন। যে সব জেলের কারাদণ্ড হয়েছে এদের মধ্যে অনেক জেলের বাড়িই শরীয়তপুরের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।