দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট ট্র্যাজেডি দিবস ১০ অক্টোবর (শনিবার)।
১৯৭১ সালের এই দিনে উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট (প্রাণকৃঞ্চপুর) ও সারাইপাড়া (আন্দোলগ্রাম) গ্রামের ১৫৭ জন গ্রামবাসীকে পাক হানাদার বাহিনী নির্মম নির্যাতন চালানোর পর গুলি করে হত্যা করে।
পরে মরদেহগুলো একটি বড় গর্তে পঁতে রাখা হয়। ভয়াল সেই দিনটিকে স্মরণ করতে শনিবার (১০ অক্টোবর) চড়ারহাট শহীদ স্মৃতি কলেজ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর মো. দবিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ১৯৭১ সালের ওই দিন ভোরে চড়ারহাট ও সারাইপাড়া গ্রামের বৃদ্ধ, যুবক, নারী ও শিশু-কিশোরদের ধরে এনে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশ্ববর্তী ফাঁকা স্থানে গুলি করে হত্যা করে। এতে শহীদ হন ১৫৭ জন গ্রামবাসী।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, একাত্তরে শহীদদের গণকবর অরক্ষিত অবস্থায় আছে। এটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
টিআই