ঢাকা: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিএএফ শাহীন কলেজের ঢাকার হকি টার্ফে প্রতিযোগিতাটি শুরু হয়েছে।
আইএসপিআরের পরিদপ্তর থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার।
প্রতিযোগিতায় বিমান বাহিনীর শাহীন কলেজগুলোর হকি দল অংশগ্রহণ করছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
জেডএফ/এসএইচ