সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. সামসুল হক সড়কের পাশের একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি কাপড়ের দোকান পুড়ে যায়।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে ওই বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয়রা জানান, সকালে বায়েজিদ মুন্নার কাপড়ের দোকান থেকে শর্ট সার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের তিন দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুন্নার কাপড়ের দোকানসহ চারটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে দোকানগুলোতে থাকা থান কাপড়, থ্রি-পিস, ওড়না, জ্যাকেট, সোয়েটার ও কাটা কাপড়সহ ১৫ লাখ টাকার মাল পুড়ে যায়।
সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা ওয়াদুদ হোসেন বাংলানিউজকে জানান, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/টিআই