ঢাকা: ঢাকার পূর্বাঞ্চলের বালুনদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ থাকা মাঝি আব্দুল মতিনের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (অক্টোবর ১০) দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
এর আগে শুক্রবার রাতে নদীতে নিহতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি প্রাইমারি স্কুল রাখে। পরে খবর পেয়ে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) খান নুরুল ইসলাম জানান, ৮ অক্টোবর বাড্ডা থানাধীন বেরাইদ ফকিরখালি বালুনদীতে ট্রলারের ধাক্কায় মতিন তার খেয়া নৌকাসহ পানিতে ডুবে যায়। পরে শুক্রবার রাতে ওই নদীতে তার মরদেহ ভেসে উঠে। রাত আড়াইটার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসাপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এজেডএস/জেডএফ/এসএইচ