ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ৫১ লাখ টাকার আতশবাজি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
মাধবপুরে ৫১ লাখ টাকার আতশবাজি উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রাম থেকে ৫৯ হাজার ৫৪০টি আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এগুলোর বাজার মূল্য ৫১ লাখ ৬৭ হাজার পাঁচশ টাকা বলে জানিয়েছে বিজিবি।



শুক্রবার দিনগত রাত আড়াইটায় পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা বিজিবি ক্যাম্পের নায়েক সাইদুর রহমানসহ বিজিবি জোয়ানরা কমলপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ৫৯ হাজার ৫৪০টি আতশবাজি উদ্ধার করে বিজিবি।

তিনি আরও জানান, উদ্ধার আতশবাজির স্থানীয় বাজারমূল্য ৫১ লাখ ৬৭ হাজার পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।