ঝিনাইদহ: নিখোঁজের তিনদিন পর ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে আবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার চিংড়ির খাল পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির বড় ভাই সাদউল্লাহ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আবুল হোসেন মৃগী রোগে ভুগছিলেন। তিনদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি।
শনিবার সকালে পৌর এলাকার চিংড়ির খাল পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেনের মৃতদেহটি শনাক্ত করি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/এসএইচ