রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (২৪) নামে ব্যাটরিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিপ্লব পবা উপজেলার দারুসা এলাকার আসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিপ্লব রেলস্টেশন এলাকার বাগদারপাড়া এলাকার নুরুল ইসলামের গ্যারেজ থেকে অটোরিকশা বের করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, বিষয়টি শুনলেও এ ব্যাপারে থানায় কোনো অপমৃত্যুর মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস/বিএস