ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

এসএম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী।

শনিবার (১০ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।



কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ, জিয়ারত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীত, আলোচনাসভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ।

সকাল সাড়ে ৮টায় শিল্পীর মাজারে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান শিশু চারম্ন ও কারম্নকলা ফাউন্ডেশন, এস এম সুলতান বেঙ্গল আট কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম নাজিমউদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা আনন্দ কুমার বিশ্বাস, এস এম সুলতান বেঙ্গল আট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামসহ অনেকে।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৯৪ সালের এদিনে (১০ অক্টোবর) তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।