ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল উল্টে গোপাল পাল (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের নিজগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত গোপাল লক্ষ্মীপুর জেলার গোপিনাথপুর (বড় বাড়ীর) বিশ্বনাথ পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলটি ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে প্রবেশ করছিলো। এ সময় পেছন দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মোটরসাইকেল উল্টে পাশের গাইড পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 
বিশ্বনাথ তার নিজ এলাকায় ওষুধের ব্যবসা করতেন। নিজ বাড়ি থেকে সকালে চাঁদপুরের মতলবে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।