ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমি নূরে আলম খোকন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।



তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার মুনছুর আলী মণ্ডলের ছেলে।

নওগাঁর মহাদেবপুরের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন নূরে আলম।

দুপুর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, গত ৩ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিকাল পৌনে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার ভোর পৌনে ৬টার দিকে নূরে আলম খোকন মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান জেলার।

তিনি বলেন,  চার বছর ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন নূরে আলম।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।