ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৪৫ কেজি স্বর্ণসহ ৩ মালয়েশীয় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শাহজালালে ৪৫ কেজি স্বর্ণসহ ৩ মালয়েশীয় আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কেজি স্বর্ণের বড় চালানসহ তিন মালেশীয় নাগরিককে আটক করেছে কাস্টমস।

আটকরা হলেন- হে ওই খং (৩৮), জোহারি বিন হারুন (৪১), মো. আজওয়ান বিন সালেহিন (২১)।



শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে বিমানবন্দরে কাস্টমসের প্রিভেনটিভ দল অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

কাস্টমসের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, বেলা ১১টা ৪০ মিনিট থেকে এ পর্যন্ত অভিযান চালিয়ে বড় এ স্বর্ণের চালান আটক কর‍া হয়েছে।

অভিযান এখনো অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এনএ/জেডএফ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।