রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ডাকাত দলের ভাদু (২৯) ও শিমুল (২৮) নামে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ওই দুই যুবক পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ভাদু জেলা সদরের গোবিন্দপুর গ্রামের ছেলে এবং শিমুল কালুখালী উপজেলা রতনদিয়া ইউনিয়নের আবু তালেবের ছেলে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকীর বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ৩৯৯ ধারায় একটি ডাকাতি মামলা হয়েছে। মামলা নং-০৪।
সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
টিআই