ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
দুর্গাপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামে হীরা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



হীরা চৌপুকুরিয়া গ্রামের আরশাদ আলীর মেয়ে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শুক্রবার (০৯ অক্টোবর)  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষপান করেন হীরা। পরে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ম‍ারা যান।

তবে বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে থানায় ইউডি মামলা শেষে দুপুর ১২টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।