ঢাকা: চতুর্থবারের মতো বসছে শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে বড় আসর ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব বাংলাদেশ’। পাঁচ দিনব্যাপী এ আসর শুরু হবে আগামী ২৭ নভেম্বর।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ থাকছে শিল্পী ওস্তাদ জাকির হোসেনের তবলা ও জয়াপ্রদা রামমূর্তির বাঁশি পরিবেশনা। এছাড়াও গত উৎসবে আসা গুণী শিল্পীদের উপস্থিতি থাকবে এবারও।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এ আসরে দেশ-বিদেশের গুণী শাস্ত্রীয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে দেশের অন্যতম প্রধান চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়। সম্মেলনের আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন।
মিট দ্য প্রেসে উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের লুভা নাহিদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের সিইও ও চিফ এডিটর সাইদ ফাহিম মুনিয়াম, রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহম্মেদ এবং স্কয়ার টয়েলেট্রিস লিমিটেড’র হেড অব মার্কেটিং মালিক এম সাঈদ।
উৎসবকে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা একটি নির্দিষ্ট গোষ্ঠীর না ভেবে বাংলাদেশের উৎসব হিসেবে মনে করে আয়োজনকে সফল করার আহবান জানান বক্তারা। তারা বলেন, এ উৎসব বাংলাদেশক অনেক উপরে নিয়ে গেছে। সংগীতের মূল ধারাকে উজ্জীবিত করার এ প্রয়াস সব সময়ই প্রশংসার দাবিদার।
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু সৃষ্টি, ধারা তৈরি করতে। যেখান থেকে মানুষ শিখতে ও জানতে পারবেন। এরই একটা অংশ এই আসর।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সম্পদ নিয়ে কাজ করে যাচ্ছি। বেঙ্গল ফাউন্ডেশনের কাজের পরিধি অনেক বড়। আমরা সব সময় সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর চেষ্টা করি।
নতুন উৎসব আয়োজক ও উদ্যেক্তাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্পূর্ণ অনুকরণ নয় নিজস্ব সৃষ্টিশীলতা নিয়ে কাজ করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। আপনি যে কাজই শুরু করবেন প্রথমে নিজেকে সেই কাজের গ্রাহক, ভোক্তা বা শ্রোতা ভেবে কী কী সুবিধা পেলে খুশি হবেন সেদিকটা সামনে নিয়ে আসবেন। তবেই দেখবেন সবকিছু সহজভাবে সম্পাদন হবে।
মিট দ্য প্রেসে জানানো হয়, গতবারের মতো এবারও অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে প্রবেশের পাস নিয়ে এ উৎসব উপভোগ করা যাবে। নভেম্বর মাসের শুরু থেকে সীমিত সময়ের জন্য অনলাইনে নিবন্ধন চলবে।
নির্দিষ্ট সময় পর্যন্ত ধানমণ্ডির বেঙ্গল গ্যালারি, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বেঙ্গল সেন্টার, বনানীতে লখনৌ, উত্তরায় কুশল সেন্টার এবং কারওয়ানবাজারের ডেইলি স্টার ভবনে বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে নিবন্ধন করা যাবে।
অফসাইট নিবন্ধন এবং মোবাইলে নিবন্ধন উৎসবের প্রথম দু’দিন পর্যন্ত চলবে। তৃতীয় দিন থেকে আর অফসাইট অথবা মোবাইলে নিবন্ধন করা যাবে না।
অনুষ্ঠানস্থলে এবার নিবন্ধন করা যাবে না। তৃতীয় দিন (২৯ নভেম্বর) থেকে রাত একটায় গেট বন্ধ হয়ে যাবে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা গতবারের মতো এবারও থাকবে। বিস্তারিত জানা যাবে: www.bengalfoundation.org ঠিকানায়। আগামী ১ ডিসেম্বর শেষ হবে এ আসর।
এতে আরও জানানো হয়, শিল্পী ও দর্শকের অংশগ্রহণের বিচারে এরই মধ্যে উপমহাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় পরিসরের উচ্চাঙ্গ সংগীত আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যগত গঠন ও কৌশলের প্রতি সাধারণ শ্রোতাদের আগ্রহ বাড়াতেই ২০১২ সাল থেকে উচ্চাঙ্গ সংগীত উৎসবের আয়োজন করে আসছে।
প্রথম বছর তিনদিনের উৎসবে ৭০ হাজার এবং পরের বছরগুলোতে পাঁচদিনের উৎসবে ক্রমান্বয়ে এক লাখ ৫০ হাজারের অধিক শ্রোতা যোগ দেন। মিট দ্য প্রেসে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিশুশিল্পী ফাহমিদা নাজনীন, মোহাম্মদ ভুবন, সুপান্থ মজুমদার ও পঞ্চম সান্যাল ১০ মিনিটের তালবাদ্য উপস্থাপন করেন। সঙ্গে ছিলেন লেহরা বাদক নীলেশ রণদেব।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা অক্টোবর ১০, ২০১৫
একে/এএসআর