জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বোয়ালের চর ইউনিয়নের উত্তর আইড়মারী গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন-ই-আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (০৯ অক্টোবর) রাতে ওই কিশোরী কোনো কারণে ঘরের বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায়।
শনিবার সকালে কিশোরীর মরদেহ বাড়ির পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসাপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ বিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান দীন-ই-আলম।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/টিআই