রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার কেএলডি অ্যাপারেলস লিমিটেড নামে এক কারখানার শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা দেয়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) কাছে কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন।
শ্রমিকরা জানান, কেএলডি অ্যাপারেলস লিমিটেডে প্রায় তিনশ শ্রমিক কাজ করেন। তাদের গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। ঈদের আগে সব পরিশোধ করার কথা থাকলেও তা করেনি মালিকপক্ষ। এরপর কোনো নোটিশ ছাড়াই ঈদের পর কারখানা বন্ধ করে দেওয়া হয়।
বাধ্য হয়ে শ্রমিকরা শনিবার সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে পরে তারা স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ করেন।
এ সময় সংসদ সদস্য বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে ফিরে যান।
শ্রমিক বাবলু মিয়া, কালাম মিয়া, রাব্বি আহাম্মেদ, শামিম মিয়া, হাজেরা খাতুন, জিয়াসমিন আক্তার, শিউলি আক্তার, রোকসানা আক্তারসহ অনেকে অভিযোগ করেন, ঈদের আগে বকেয়া বেতন-ভাতার আন্দোলন করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে। বর্তমানে তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে দ্রুত বকেয়া পরিশোধ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর