ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে বাবুল (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার রশুনচক এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় তার কাছ থেকে বিদেশি দু’টি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক বাবুল উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁমাটোলা গ্রামের রুহুল আমিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুনচক গ্রামে অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার বিষয়টি স্বীকার করেন।
  
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (এএসপি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।