হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথভাবে দুই দেশের সীমানা পিলার পরিদর্শন করেছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সীমান্তের ২৮৪ মেইন পিলারের ২০ এস হতে ২৮৫ মেইন পিলারের ১১ এস পর্যন্ত যৌথভাবে পরিদর্শন করেন বিজিবি-বিএসএফ সদস্যরা।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার এসআই সুলতান খান।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ যৌথভাবে সীমানা পিলার পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর