ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ২ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
নওগাঁয় ২ অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের চক-গৌরি এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক তারিকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের ইলিয়াস হোসেনের ছেলে এবং ইকবাল হোসেন একই উপজেলার কালীগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নওগাঁ গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ সুপার মোহসীন আলী  বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা নওগাঁ-রাজশাহী সড়কের চক-গৌরি এলাকায় অভিযান চালায়।

এ সময় মোটরসাইকেল আরোহী তারিকুল ও ইকবালকে থামিয়ে শরীর তল্লাশি চালিয়ে বিদেশি একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন পাওয়া যায়। এতে পুলিশ তারিকুল ও ইকবালকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল ও ইকবাল অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।