সিলেট: সিলেটে ট্রাকচাপায় পারভেজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সাড়ে ১২টায় বিশ্বনাথ উপজেলার রামপাশা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ বিশ্বনাথ উপজেলার রামপাশার দুলাল মিয়ার ছেলে। সে রামপাশা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিলো পারভেজ। এসময় রামপাশা বাজার সংলগ্ন সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। শিশুটির পরিবার মামলা করবে না। তাই মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এনইউ/পিসি