ঢাকা: রাজধানীর বংশালে একটি পুরাতন বাড়ির সীমানা প্রাচীর ধসে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে থানার আবুল হাসনাত রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আনুমানিক পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এজেডএস/জেডএফ/আইএ