ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীলংকা সফরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
শ্রীলংকা সফরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ছবি: সংগৃহীত

ঢাকা: হারমান লস অ্যান্ড ডি জয়সা ট্রফি কম্পিটিশন ক্যাম্প উপলক্ষে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর (বিএনসিসি) প্রতিনিধি দল।

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটির সরকারে আমন্ত্রণে বিএনসিসি’র মহাপরিচালক ব্রি. জেনারেল মোরশেদুল হক ও একজন স্টাফ অফিসার আগামী ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিএনসিসির দুইজন কর্মকর্তা ও ১০ জন ক্যাডেট আগামী ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত শ্রীলংকা সফর করবেন।

সফরকালে শ্রীলংকার এনসিসি আয়োজিত হারমান লস অ্যান্ড ডি জয়সা ট্রফি কম্পিটিশন ক্যাম্পের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবে বিএনসিসি প্রতিনিধি দল।

সফরসূচি অনুযায়ী বিএসসিসির কর্মকর্তা ও ক্যাডেটরা শ্রীলংকার প্রেসিডেন্ট, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনা প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন।

এছাড়াও কর্মকর্তা ও ক্যাডেটরা শ্রীলংকা সরকারের ব্যবস্থাপনায় তাদের সামরিক একাডেমি এবং অন্যান্য সামরিক ও বেসামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে আগামী ২০ অক্টোবর কর্মকর্তা ও ক্যাডেটদের ঢাকায় ফিরে আস‍ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।