ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, এস্কফ সিরাপ ও হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এঘটনায় স্বপন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিজয়নগরের বিষ্ণপুর এলাকা থেকে ৩০ বোতল এস্কফসহ স্বপন মিয়াকে আটক করা হয়। স্বপন একই উপজেলার পত্তন গ্রামের মৃত তারু সর্দারের ছেলে।
এর আগে আখাউড়ার গঙ্গাসাগর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ফকিরমোড়া এলাকা থেকে ২০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
বিজিবির ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) টহলরত সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/এসএইচ