ভোলা: ৯২ দিন হরতাল-অবরোধ করে যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো তারাই বিদেশীদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার (১১ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেন, কারণ যখন তারা দেখলো আন্দোলন করে কোনো কাজ হয়নি তখন গুপ্তহত্যা করে আন্তর্জাতিক বিশ্বে দেশের সুমান ক্ষুন্ন করতে চায়। বিভিন্ন দেশ যখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছে ঠিক তখন তারা বাংলাদেশকে ক্ষতি করতে চায়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য ইউনুছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী ও সক্রিয়।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে এবং বেড়েছে শিক্ষার হার।
এরআগে তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ, বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আবু সায়েমকে আহ্বায়ক, আবিদুল আলমকে ও মুজাহিরুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক করে ৫০ সদস্য কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ