ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় চরমপন্থী নেতা জিয়া গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আতাইকুলায় চরমপন্থী নেতা জিয়া গ্রেফতার ছবি : প্রতীকী

পাবনা: পাবনার আতাইকুলা থানার আলোকচর গ্রামে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকার) আঞ্চলিক নেতা ও অর্ধডজন মামলার পলাতক আসামি জিয়াউল হক জিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া জিয়া আতাইকুলা থানার আলোকচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও লাল পতাকার আঞ্চলিক নেতা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নুর-এ-আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআই শাহাজ উদ্দিনসহ পুলিশের একটি দল আলোকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া জিয়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।