ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দুদক-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
দুদক-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ করেছে সরকার। এছাড়া প্রশাসনের আরও ১১ যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে।



রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।

জানা যায়, দুদক সচিব মাকসুদুল হাসান খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রলালয়ের সচিব করা হয়েছে। দুদকের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামালকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক আদেশে আরও ১১জন যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আহমেদ শামীমকে গুচ্ছগ্রাম প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মোশারফ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ড. আলী আকবরকে জনপ্রশাসন মন্ত্রণালয়েসহ ১১জনকে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।