গাজীপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি হত্যার রহস্য শিগগিরই উদঘাটন করা হবে।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
রোববার (১১ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে ২ লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি বাংলাদেশে রয়েছে। তবে, অবৈধদের সংখ্যা জানা নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দীন, উপপরিচালক (প্রশাসন) কর্ণেল আশিক ইকবাল, উপপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপপরিচালক (আনসার একাডেমি) ডা. ফোরকান উদ্দিন আহমেদ, উপপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস, গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেনোয়ার হোসেন প্রমুখ।
সকাল পৌনে ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে মহাপরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে মন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে কৃতি শিক্ষার্থী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
পিসি