ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু রাজন হত্যা

সাক্ষ্য দিচ্ছেন আরও ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
সাক্ষ্য দিচ্ছেন আরও ৩ জন

সিলেট: শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ৫ম দিনে সাক্ষ্য দিচ্ছেন আরও ৩ জন।

রোববার(১১ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা’র আদালতে আসামিদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।



মামলায় সাক্ষ্য দিচ্ছেন সিলেট সদর উপজেলার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আনোয়ারুল হক, একই উপজেলার কুমারগাঁয়ের বাসিন্দা জাকির আহমদের ছেলে বেলাল আহমদ ও দক্ষির গ্রামের ইসকন্দর আলীর ছেলে আবদুল হান্নান।

রাজনের বাবা আজিজুল রহমান আলমের নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে মোট ১৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলায় প্রথম দিনে প্রথম দিন ২ জন, দ্বিতীয় দিন রাজনের মা সহ ৪জন, তৃতীয় দিন ৪জন, ৪র্থ দিন ৪জন এবং রোববার (১১ অক্টোবর) ৩জন সাক্ষ্য দেন।   

গত ১ অক্টোবর রাজনের বাবা আজিজুর রহমান ও মামলার বাদী জালালাবাদ থানার এসআই (বরখাস্তকৃত) আমিনুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। এরপর গত ৪ অক্টোবর সাক্ষ্য দেন রাজনের মা লুবনা বেগম, চাচা আল আমিন, প্রতিবেশী জিয়াউল হক ও কুমারগাঁও এলাকার ব্যবসায়ী মাসুক মিয়া। এদিন মাসুক মিয়া আসামিপক্ষে সাফাই সাক্ষী দিলে তাকে বৈরী ঘোষণা করেন বাদী পক্ষের আইনজীবী।

পরবর্তীতে ৭ অক্টোবর বাদেআলি গ্রামের ইশতিয়াক আহমদ রায়হান, নিজাম উদ্দিন, পার্শ্ববর্তী গ্রাম অনন্তপুর গ্রামের আব্দুজ জাহির মেম্বার, শেখপাড়ার পংকি মিয়া সাক্ষী দেন।

এরপর গত ৮ অক্টোবর নগরীর কুমারগাঁয়ের বাসিন্দা লুৎফুর রহমান, বাবুল মিয়া, কাচা মিয়া ও পূর্ব জাঙ্গাইল গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ওরফে কচি আদালতে সাক্ষ্য দেন।   আদালতে পূর্ব ঘোষিত ধার্য্য তারিখ অনুযায়ী ১২, ১৩ ও ১৪ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলবে।

গত ১৬ আগস্ট শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।