সিলেট: ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’-এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালন করা হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫।
এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির ব্যানারে নগরীর রিকাবীবাজারের শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশাসন ও একাডেমির কর্মকর্তারা।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ কমিশনার কামরুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবু সাঈদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএএন/পিসি