ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি প্রতিনিধি দলের সঙ্গে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
জাপানি প্রতিনিধি দলের সঙ্গে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার আলুটাড়িতে দুর্বৃত্তদের গুলিতে হোসে কোনিও (৬৬) নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট জাপানি প্রতিনিধি দল রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সঙ্গে মতবিনিময় করেছে।

রোববার (১১অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মতবিনিময় শেষে জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, জাপানি নাগরিক হোসে কোনিও হত্যাকাণ্ডের বিচারে সার্বিক সহযোগিতা কামনা করেছে জাপানি প্রতিনিধি দল। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

গত ৩ অক্টোবর (শনিবার) রংপুরের কাউনিয়া উপজেলার আলুটাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কুনিও। তিনি আলুটাড়ি এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।