ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় চোর সন্দেহে শিশু রাব্বিকে নির্যাতন মামলায় তিন আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বগুড়া আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের খলিলুর রহমান (৬০), বেলাল সরকার (৫০) ও আব্দুল হামিদ সরকারের ছেলে শামীম সরকার ওরফে মিনার (৩০)।
এছাড়া এজাহারভুক্ত আসামি ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের নায়েব আলীর ছেলে আল আমিন (২২), ও শাহজাহান আলীর ছেলে মিজানুর রহমানকে (২৫) এ মামলা থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের লাল মিয়ার ছেলে রাব্বি মিয়া (৮) মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রাব্বি। পথে মানিকপোটল গ্রামের কোরবান আলীর (জনশূন্য) বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল রাব্বি।
এ সময় কোরবান আলীর প্রতিবেশী মিষ্টি ব্যবসায়ী খলিলুর রহমান রাব্বিকে কোরবান আলীর বাড়ির ভেতর দেখে ঢুকতে দেখে জানায়, সে চুরির উদ্দেশে ওই বাড়িতে ঢুকেছিল। এমন অভিযোগ এনে রাব্বিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে তিন ব্যক্তি।
পরে স্থানীয় গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে পাঁচ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় রাব্বির বাবা মানিকপোটল গ্রামের লাল মিয়া বাদী হয়ে (১১ সেপ্টেম্বর) রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মামলা তদন্তকালে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় তিন আসামির বিরুদ্ধে বগুড়া আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়।
এদিকে, তদন্তকালে দোষী প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিরা বগুড়া আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/আরএ