ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খিজির খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
খিজির খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সমিতির সদস্যরা।

খিজির খান এ সমিতির সভাপতি ছিলেন।

মানববন্ধনে অংশ নেন সমিতির মহাসচিব মো. আব্দুর রউফ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদীন ও প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।

গত ০৫ অক্টোবর সন্ধ্যায় বাড্ডার গুদারাঘাটে নিজ বাড়িতে খিজির খানকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।