ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা।
রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন সমিতির সদস্যরা।
মানববন্ধনে অংশ নেন সমিতির মহাসচিব মো. আব্দুর রউফ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদীন ও প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।
গত ০৫ অক্টোবর সন্ধ্যায় বাড্ডার গুদারাঘাটে নিজ বাড়িতে খিজির খানকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইএস/এএসআর