ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দরবারে মুসাবিয়ার একপক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
দরবারে মুসাবিয়ার একপক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের অভিযোগ ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামের হাটহাজারীর দরবারে মুসাবিয়ার নিয়ন্ত্রণ নিয়ে তৈয়্যবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছে বর্তমানে দায়িত্বরত কমিটি।

রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে দায়িত্বরত কমিটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ‘খুনের আসামি তৈয়্যবুল্লাহর নেতৃত্বে দরবারের একটি অংশ দখলে নেওয়া হয়েছে।

ছয়তলা ভবনটি দখলে নিয়ে দরবারের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। ’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আমরা বেঁচে থাকতে এটি হতে দিতে পারি না। তারা একের পর এক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে একজন নিহতও হয়েছেন। ’

এসব বিষয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি করে দায়িত্বরত কমিটি।

তাদের পক্ষ থেকে বলা হয়, তৈয়্যবুল্লাহ মোটা অংক টাকা ঘুষের বিনিময়ে প্রশাসনকে বশ কর রেখেছে। ফলে প্রশাসনের কাছ থেকেও আমরা কোনো সহায়তা পাচ্ছি না।

‘সন্ত্রাসীদের দখলদারিত্ব’ দূর করে অতিসত্বর দরবারে মুসাবিয়ার কর্তৃত্ব ‘ধর্মীয় অনুসারীদের’ কাছে দেওয়ার দাবি জানায় দায়িত্বরত কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বর্তমানে দায়িত্বরত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জীবন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।