ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ৮৫৬ মণ্ডপে দুর্গাপূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মৌলভীবাজারে ৮৫৬ মণ্ডপে দুর্গাপূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মহা ধুমধামে মৌলভীবাজারে শুরু হচ্ছে ব্যতিক্রমী ত্রিনয়নী ও লাল দুর্গাপূজা।

মৌলভীবাজার জেলায় মোট ৮৫৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



সোমবার (১৯ অক্টোবর) প্রতিটি মণ্ডপে অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।

পূজ উপলক্ষে মন্ত্রপাঠ, ভোগ ও পূজা অর্চনায় ব্যস্ত রয়েছেন পূজারীরা। ২৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

ভক্ত-অনুরাগীদের পদচারণায় ষষ্ঠীপূজা থেকেই প্রতিটি মন্ডপে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রসাদ বিতরণের মাধ্যমের এ আয়োজনে মেতে উঠেবে বাঙালি হিন্দু ও সমমনা সম্প্রদায়।

তবে, এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে, মৌলভীবাজারের ত্রিনয়নী পূজা ও রাজনগরের পাঁচগাঁওয়ের লাল দুর্গাপূজা। শহরের এম সাইফুর রহমান রোডে দুর্গাবাড়ী, সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডের শ্মশানঘাট, চৌহমুহনা এলাকায় সূর্যসংঙ্গ, রামকিশন মিশন, দীর্জাপাড়া এলাকা জুড়ে আয়োজন করা হয়েছে এ পূজার।

এ ত্রিনয়নী শিববাড়িতে কামাক্ষ্যা দেবী, কালী দেবী, ত্রিপুরী দেবী, ভুবনেশ্বরী দেবী, কপালিনী দেবী, শ্রী সুন্দরী দেবী, মহিষ মর্দিনাসহ একশ’টি দেবীর প্রতিমা তৈরি করা হয়েছে।

অন্যদিকে, রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ে উদযাপিত হয় উপমহাদেশের একমাত্র লাল বর্ণের জাগ্রত দুর্গাদেবীর পূজা। ১৯৭৩ সাল থেকে চারশ’ বছর ধরে লাল দুর্গার পূজা হয়ে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশের আর কোথাও লাল বর্ণের দেবী দুর্গা প্রতিমা হয় না। প্রতি বছর ষষ্ঠী থেকে দশমীর বিসর্জনের দিন পর্যন্ত পাঁচ দিনে দেবী দর্শনে লাখো লাখো মানুষ এখানে ভিড় জমায়।

মৌলভীবাজার জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পংঙ্কজ কুমার রায় বাংলানিউজকে জানান, জেলার ৮৫৬টি মণ্ডপের মধ্যে সদরে ৭৫টি, বড়লেখায় ১৪৩, জুড়ীতে ৬৪, কুলাউড়ায় ২০৩, রাজনগরে ৭৫, শ্রীমঙ্গলে ১৬৩ ও কমলগঞ্জে ১৩৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ্ জালাল  বাংলানিউজকে জানান, শারদীয় উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে করতে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা কাজে নিয়জিত রয়েছে। বিশেষ করে রাজনগরের পাঁচগাঁও ও জেলা শহরের ত্রিনয়নীর মতো বড় অয়োজনকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।